• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভাঙ্গায় যুবককে কুপিয়ে জখম 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৮:৫৪ এএম
ভাঙ্গায় যুবককে কুপিয়ে জখম 

ফরিদপুর ভাঙ্গায় ওয়াহিদ (৩০) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ মার্চ) উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, একই গ্রামের নজরুল ও আজিজুল নামে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে ওয়াহিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কুপিয়ে জখম করার কারণ জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমা-উল-হুসনা বলেন, “আমাদের হাসপাতালে ওয়াহিদ নামে এক যুবককে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিই। রোগীর আঘাত গুরুতর হওয়ার কারণে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

Link copied!